Written By শাজাহান আলি
এবার কোবরা ক্যাম্পে করোনা হানা ঘিরে চাঞ্চল্য। শালবনীতে এক কোবরা বাহিনীর সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ঘটায় আতঙ্ক ছড়িয়েছে শালবনীতে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "ওই কোবরা জওয়ানের ভ্রমন ইতিহাস খুঁজে দেখা হচ্ছে। তার সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই জওয়ানকে শালবনীর করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সংস্পর্শে আসা সকলেরই করোনা পরীক্ষা করা হবে।"