Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালের ১ ইনটার্ন চিকিৎসকের করোনা ধরা পড়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সূত্রে খবর ওই ইনটার্ন চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। ৭ জুলাই ওই ইনটার্নের জ্বরের উপসর্গ দেখা দিলে তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৮ জুলাই সন্ধ্যায় জানা যায় ওই ইনটার্ন চিকিৎসক কোভিড পজিটিভ। এরপরই ওই ইনটার্ন চিকিৎসককে চিকিৎসার জন্য ওন্দা কোভিড হাসপাতালে পাঠানো হয়। ওই ইনটার্ন চিকিৎসকের সংস্পর্শে আসা আরও ৮জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করে তাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিবিড় সংস্পর্শে আসা প্রত্যেকের লালারসের নমুনাও সংগ্রহ করা হয়েছে। ওই ইনটার্ন চিকিৎসকের করোনা সংক্রমনের উৎস কি তা এই মুহুর্তে খতিয়ে দেখছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কর্তৃপক্ষ।