Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
যৌন পল্লীতে করোনার থাবা। বিষ্ণুপুরের যৌন পল্লীতে এবার পড়ল করোনার থাবা। গতকাল বিষ্ণুপুর শহরের ১৪ নং ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকার যৌনপল্লীর এক যৌনকর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপরই নড়েচড়ে বসে বিষ্ণুপুর পুরসভা, স্বাস্থ্য দফতর, পুলিশ ও মহকুমা প্রশাসন। দ্রুত করোনা আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওন্দা কোভিড হাসপাতালে। ওই মহিলার নিবিড় সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করার কাজও শুরু হয়। এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষনা করে তড়িঘড়ি বাঁশের বেড়া দিয়ে সিল করে দেওয়া হয় যৌনপল্লীর দুদিকের রাস্তা। যৌনপল্লীতে বাইরের কোনো ব্যাক্তির যাতায়াতও নিষিদ্ধ করা হয়। ওই এলাকায় বসবাসকারীদের আগামী সাত দিন বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার তরফে গতকালই এলাকাটিকে স্যানিটাইজ করা হয়। আজ সকাল থেকে দমকলের কর্মীরা এলাকার রাস্তা ঘাট ও বাড়ির বাইরের দেওয়াল গুলিকে স্যানিটাইজ করেন। বিষ্ণুপুর পুরসভা র তরফ থেকে ওই এলকায় বসবাসকারী পরিবারগুলি কে সবধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উদয় ভকত কো-অর্ডিনেটর, ১৪ নং ওয়ার্ড, কিভাবে যৌনপল্লীতে ঢুকে পড়ল করোনা ভাইরাস? তা নিয়ে চিন্তা ব্যক্ত করেন। স্থানীয়দের ধারনা জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই পল্লীতে যেমন বহিরাগতরা যাতায়াত করেন তেমনই অন্যান্য এলাকা থেকে এখানে যাতায়াত করেন বেশ কিছু যৌনকর্মী। আবার এখান থেকে ডাক পেয়ে অনেক যৌন কর্মী বাইরেও যায় তাঁদের মাধ্যমেই এই যৌনপল্লীতে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক ধারনা এলাকার মানুষের।