Written By শাজাহান আলি
মেদিনীপুর দমকল অফিসের ভেতরে বিষধর গোখরো সাপকে কেন্দ্র করে চাঞ্চল্য। অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা। সূত্রের খবর শুক্রবার সকালে মেদিনীপুর দমকল অফিসের ভেতরে বিষাক্ত গোখরো সাপ দেখতে পেয়ে অফিস থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করেন কর্মীরা। সাপটি পুর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা প্রথমে অফিস থেকে বেরিয়ে যান। পরে সাপটিকে সরিয়ে দেন৷ খবর দেওয়া হয় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী যুবক দেবরাজ চক্রবর্তীকে৷ যিনি সাপ ধরে জঙ্গলে ছাড়ার কাজ করে থাকেন ৷ তিনি এসে সাপটিকে ধরে জঙ্গলে ছেড়ে দেন ৷