Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
মল্ল রাজপরিবারের সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।পুলিশ সূত্রে খবর শনিবার সকালেই গুলির শব্দে কেঁপে ওঠে বিষ্ণুপুর রাজ দরবার। গুলির শব্দ পেয়ে পরিবারের সদস্যরা যেয়ে দেখেন নিজের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মল্ল রাজ পরিবারের সদস্য সলিল সিংহ ঠাকুর। তাঁর মৃতদেহের পাশেই দেখা যায় পড়ে রয়েছে একনলা বন্ধুক এবং কর্তুজের খোল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ উদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান গলার নিচের অংশে বন্দকের নল লাগিয়ে গুলি চালানোর ফলে মাথার ঘিলু ভেদ করে গুলি বেরিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছে, মল্ল রাজা হিসাবে সকলেই তাঁকে চিনত। মল্ল পরিবারের কূলদেবী মৃন্ময়ীর পুজো বা রাজ পরিবারের অন্যান্য আচার উৎসবেও তাঁকে দেখা যেত সক্রিয় ভূমিকায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সলিল সিংহ ঠাকুর। ভূগছিলেন মানসিক অবসাদেও। মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।