Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বলিউড তারকারা যে গাড়ির ব্যাপারে অত্যন্ত শৌখিন তা সর্বজনবিদিত। বলিউডের প্রথম সারির তারকাদের বাড়ির পার্কিং লটে যে নিজের একাধিক বহুমূল্য ব্র্যান্ডের গাড়ি দাঁড় করানো থাকে তা চোখ বুজেই বলা যায়। এসব বহুমূল্য বিদেশী গাড়ি কেনার শখ কেউ কেনেন নিজের অভিনীত ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হওয়ার পর, কেউ বা কেনেন নেশায়। আবার কেউ কেউ আছেন বন্ধুকে দুর্মূল্য গাড়ি উপহার দেবেন বলে।
হৃত্বিক রোশন নিজের সিনেমা বাছাইয়ের মতনই গাড়ি কেনার ব্যাপারে অত্যন্ত শৌখিন গাড়ি নিয়ে। হৃত্বিকের গাড়ির ব্যাপারে স্পর্শকাতরতা অনেকেই জানেন। সম্প্রতি, নিজেকে একটি সাত কোটি টাকার রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছেন হৃত্বিক। সোজা কথায় এই বহুমূল্য গাড়িটি স্রেফ নিজের জন্য কিনলেন হৃত্বিক। এর আগেও হৃত্বিকের গাড়ির কালেকশন চোখ কেড়েছে।
এবার আসা যাক এই গাড়িটির কথায়। জানা গেছে, রোল্স রয়েস ঘোস্ট টু মডেলের যে গাড়িটি হৃত্বিক কিনেছেন তা সম্পূর্ণ কাস্টমাইজড। টুইন টার্বো যুক্ত ভি টুয়েলভ এই গাড়ির ইঞ্জিন প্রায় ৬.২ লিটারের। ঘন্টায় সর্বোচ্চ আড়াইশো কিমি বেগে ছুটতে পারে এই গাড়ি। শুধু তাই নয়, মাত্র ৪.৯ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০ কিমি স্পিডে ছুটতে পারে এই রোলস রয়েসটি!
'গ্রিক গড' এর উপযুক্ত বাহন বটে!
২০১৯ -এ বড় পর্দায় মুক্তি পাওয়া হৃত্বিক অভিনীত সুপার থার্টি এবং ওয়ার, এই দুই ছবি বক্স অফিস কাঁপিয়েছে। স্বাভাবিকভাবেই বিগত বছরে খবরের শিরোনাম হয়েছিলেন হৃত্বিক। তবে এরপর হৃত্বিক কোন ছবিতে অভিনয় করছেন তা এখনো খোলসা করে জানাননি তিনি। বিভিন্ন জল্পনা শোনা গেলেও রিত্তিকের মুখ থেকে এ বিষয়ে কোনো খবর বার করা যায়নি, তবে বলিউডে জোর গুঞ্জন রাকেশ রোশন পরিচালিত 'কৃষ' সিরিজের চার নম্বর ছবিতে এরপর নাকি 'হাত' দেবেন হৃত্বিক। আরো শোনা যাচ্ছে রোহিত শেটি প্রযোজিত ও ফারহা খান পরিচালিত 'সত্তে পে সাত্তা' ছবির রিমেকে নাকি দীপিকা পাড়ুকোনের বিপরীতে প্রধান ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে।