Written By মনা বীরবংশী
চলন্ত ট্রেন থেকে অজয় নদে পড়ে গিয়ে রহস্যজনকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ট্রেনের গার্ডের। ঘটনাটি ঘটেছে বীরভূম- বর্ধমানের মধ্যবর্তী অঞ্চল বোলপুর ও ভেদিয়া রেলস্টেশনের অজয় নদের ওপর। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর রেল স্টেশনের আধিকারিকরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। তাঁরাও খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ। স্থানীয়রা জানান, ওই গার্ড রহস্যজনকভাবে পড়ে গেছেন নদীতে। ট্রেনের একজন গার্ড কীভাবে চলন্ত ট্রেন থেকে এভাবে নদীতে পড়ে গেলেন তা খুবই আশ্চর্যের।