Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
টানা নয়বার সিরি আ জেতার পর ট্রফি নিয়ে জুভেন্তাস ফুটবলাদের উল্লাস। শনিবার।
টানা নয় বার ইতালির সিরি আ চ্যাম্পিয়ন হলেও শেষ ম্যাচে হেরে গেল জুভেন্তাস। এই নিয়ে গত আটটি ম্যাচে তৃতীয় হার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। শনিবার রোমার বিরুদ্ধে অবশ্য তাঁকে নামাননি জুভ কোচ মারিওসিও সারি। কিন্তু তার জন্য নিজেদের মাঠে রোমার কাছে ১-৩ গোলে হারও মেনে নিতে পারছেন না জুভ সমর্থকরা। অথচ নিজেদের মাঠে পাঁচ মিনিটের মধ্যে গঞ্জালো হিগুআইনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্তাস। কিন্তু ২৩ মিনিটে নিকোলা কালিনিক গোল শোধ করার পর দিয়েগো পেরোত্তির জোড়া গোলে (৪৪ মিনিট পেনাল্টি, ৫২ মিনিট) ম্যাচ হেরে যায় জুভেন্তাস। মাঠের বাইরে বসে হার দেখতে হয় রোনাল্ডোকে। কারণ সিরি আ-তে টপ স্কোরার হওয়ার লড়াইতে আগের ম্যাচেই হেরে গেছেন রোনাল্ডো। তাঁর ৩১ গোল। আর লাৎজিওর সিরো ইমোবাইলের হয়ে গেছে ৩৫ গোল। তাই তাঁকে বিশ্রাম দিয়েছিল জুভেন্তাস। কিন্তু সেজন্য যে ঘরের মাঠে টানা ৩৯টি ম্যাচ জেতার পর তারা যা হেরে যাবে ভাবেননি কেউ-ই। এখন চ্যাম্পিয়ন্স লিগে লিওঁ ম্যাচের দিকে তাকিয়ে রোনাল্ডো ভক্তরা। লিওঁর কাছে তারা ০-১ পিছিয়ে। ৭ আগস্ট ঘরের মাঠে তাই রোনাল্ডো ম্যাজিকের দিকে তাকিয়ে জুভেন্তাস।