Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মানুষকে সাহায্যের ব্যাপারে বরাবরই অগ্রণী অক্ষয় কুমার। দেশের সংকটের সময় বিভিন্ন ক্ষেত্রে বহুবার ত্রাণ দিয়েছেন তিনি। এবার ফের এগিয়ে এলেন অক্ষয়। মুম্বই পুলিশকে একগুচ্ছ ফিটনেস হেলথ ট্র্যাকিং ব্যান্ড উপহার দিলেন তিনি। জানা গেছে, মোট ১২০০ স্মার্ট রিস্টব্যান্ড পুলিশের হাতে তুলে দিয়েছেন 'খিলাড়ি কুমার'। প্রধানত এই রিস্ট ব্যান্ডের কাজ হবে শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধলে তার উপসর্গকে প্রাথমিক অবস্থাতেই চিহ্নিত করা। অক্ষয় এই দিন এই উপহার মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিংহ হাতে তুলে দিয়েছেন। গোটা ঘটনার কথা ও মুম্বই পুলিশ কমিশনার হাতে অক্ষয়ের এই হেলথ ব্যান্ড তুলে দেওয়ার ছবি টুইট করেছেন আদিত্য ঠাকরে।
এই হেলথ রিস্টব্যান্ড প্রসঙ্গে তিনি টুইট করে লিখেছেন, এই ব্যান্ড হাতে পড়ে থাকলে এর সাহায্যে শরীরে অক্সিজেনের পরিমাণ, শারীরিক তাপমাত্রা, হার্ট রেট এর কথা নিরন্তর ভাবে জানা যায় যা করোনা যুদ্ধের মোকাবিলায় অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরো লিখেছেন যে অক্ষয় বরাবরই দেশের সেনা ও পুলিশের পাশে এসে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। শুধু মুম্বই নয় অন্যান্য রাজ্যেও। এরপর তিনি অক্ষয়কে এ গোটা ঘটনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের মে মাসে এরকমই হাজারখানেক রিস্টব্যান্ড এর আগেও মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয় নাসিক পুলিশকেও ৫০০ টি হেলথ ব্যান্ড উপহার দিয়েছিলেন অক্ষয় করোনা মোকাবিলার জন্য। বিশেষ করে যেসব পুলিশকর্মীর বয়স ৪৫ এর ওপর এবং যারা একদম সামনে থেকে করোনা বিরুদ্ধে মোকাবিলা করছেন, প্রধানত তাদের জন্যই এই ব্যান্ড।