Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নিজেই এখবর ট্যুইট করে জানান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। এদিন তিনি ট্যুইট করে জানান, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছি। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।’ অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, সূত্রের খবর, গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভর্তি করা হয়েছে। এই খবরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রীয় আইসোলেশনে গেছেন বলা খবর পাওয়া গেছে।
এরই মধ্যে করোনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর। রবিবার সকালে লখনউতে সঞ্জয় গান্ধী হাসপাতালে মৃত্যু হয় কমল রাণি বরুণ নামে ওই মন্ত্রীর। এর পাশাপাশি গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ। ৯ দিন হাসপাতালে ছিলেন তিনি, রবিবার জানান, সুস্থ রয়েছেন তিনি। একই সঙ্গে তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতও করোনা আক্রান্ত বলে জানিয়েছে চেন্নাইয়ের কাবেরি হাসপাতাল। এই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।