Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছিল তাঁর বেশ কিছুদিন আগেই। করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। অবশেষে সেরে উঠলেন বলিউডের ‘শাহেনশা’! শুধু তাই নয় সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অমিতাভ বচ্চন। এখবর ট্যুইট করে জানালেন অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন স্বয়ং।
অভিষেকের ট্যুইট থেকে জানা গেছে, সম্প্রতি করোনা পরীক্ষায় অমিতাভের রিপোর্ট নেগেটিভ এসেছে। তার থেকেই ডাক্তাররা জানতে পেরেছেন অমিতাভ এখন সম্পূর্ণ করোনা মুক্ত। তারপরেই তাঁরা অমিতাভকে বাড়ি ফেরার নির্দেশ দেন।
অমিতাভ যে এখন বেশ কিছুদিন বাড়িতে থাকবেন এবং বিশ্রাম নেবেন সে কথাও উল্লেখ করেছেন অভিষেক। তবে অভিষেক কিন্তু এখনো সুস্থ হননি। উল্লেখ্য তিনি এবং অমিতাভ একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিষেকের শরীরে এখনো করোনার উপসর্গ থাকায় তিনি এখনও হাসপাতালের অধীনে রয়েছেন। তবে তাঁর দীর্ঘ ট্যুইটের শেষে তাঁর ও অমিতাভের অসংখ্য অনুরাগীদের উদ্দেশ্যে নিজেদের ভালোবাসা শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করে অভিষেক জানিয়েছেন তিনি কৃতজ্ঞ যে তাঁর পরিবারের প্রতি এত ভালোবাসা ও প্রার্থনা রাখার জন্য এবং তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই যুদ্ধ যে জিতে বাড়িতে খুব দ্রুত ফিরবেন, সে বিষয়েও তিনি যথেষ্ট আশাবাদী।