Written By রকি চৌধুরী
আবারও চা বাগান থেকে বিশালাকার কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মেটেলিতে। শনিবার খবর পেয়ে গরুমারা নর্থ রেঞ্জের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের সঙ্গে ছিলেন চালসার এক সর্পপ্রেমী দিবস রাই। তাঁর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় কোবরাটিকে খাঁচাবন্দি করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন মেটেলি ব্লকের আইভিল চা বাগান থেকে ওই বিশালাকার সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা আইভিল চা বাগানের ১১ সি সেকশনের এক নালায় কিং কোবরাটিকে দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করতে থাকে। জনসমাগমের জেরে কোবরাটিও ধীরে ধীরে চা বাগানের পাশের একটি বাঁশ ঝাড়ের আড়ালে আশ্রয় নেয়। পরে সেখান থেকেই কোবরাটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করা হয়। আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার ম্যানেজার রাজেন বাড়াইক বলেন, ‘বাগানের মধ্যে একটি নালায় ওই সাপটি দেখতে পাওয়া যায়। তারপরই খবর দেওয়া হয় বনদফতরকে। তাঁরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’