Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
মেয়ের বাবা যখন 'ফিল্মি ডন'। একেবারে ঠিক শুনছেন। মেয়ের প্রেমিককে হুমকি দিয়ে যখন কাজ হল না তখন দলবল নিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি থেকেই তুলে আনতে গেলেন।
ভালোবেসে বিয়ে মেনে নিতে পারেনি মেয়ের বাপের বাড়ির লোকজন । তাই অবশেষে ফিল্মি কায়দায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করে নিজের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে গ্রেফতার এই ফিল্মি ডন ও তার দলবল। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার ওন্দার ধবনী গ্রাম। পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া সদর থানার জগদল্লা গ্রামের রূপা মণ্ডলের সঙ্গে ওন্দার ধবনীর যুবক রাজু লাইয়ের প্রেমের সম্পর্ক বেশ কিছুদিনের। শুক্রবার রূপা লুকিয়ে রাজুকে বিয়ে করে। রূপা নতুন শ্বশুরবাড়িতে সংসার করতে শুরু করে। কিন্তু রূপার সদ্য বিবাহিত জীবনে বাধা হয়ে দাঁড়ায় রুপার বাপের বাড়ির লোকজন। রূপার বাবা নিরঞ্জন মণ্ডল পেশায় ব্যবসায়ী। সে গরীব রাজুকে লোভ দেখিয়ে রূপাকে বাপের বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়ার কথা বলে কিন্তু তাতে বিফল হলে সে ফিল্মি কায়দায় রূপাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ছক কষে। সেই পরিকল্পনা অনুযায়ী রবিবার দুপুর ৩টে নাগাদ রূপার পরিবারের লোকজন কয়েকজনকে নিয়ে ধবনী গ্রামে পৌঁছে রূপার শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করে রূপাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা বাধা দিলে বেশ কয়েকজন গ্রামবাসীকেও মারধর করা হয় । তারপর তাদের আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ভাঙচুর করা হয় তাদের ২টি বাইক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ওন্দা থানার পুলিশ। অভিযোগ পেয়ে পুলিশ রূপার বাবা দাদা সহ ১১জনকে গ্রেফতার করে। ধৃতদের সোমবার তোলা হবে বাঁকুড়া জেলা আদালতে।