Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বাঁকুড়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় পরপর ৩টি বাড়ির দরজা ভেঙে ডাকাতি। লোকজন এসে পড়ায় শাবল, ভোজালি ফেলে চম্পট দিল ডাকাতদল। এই ঘটনায় বাঁকুড়ার বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহরের ভরা বাজারের মধ্যে রয়েছে কান্তি বাবুর গলি। ঘনবসতিপূর্ণ ওই গলিতে বসবাসকারী সদানন্দ রক্ষিত অন্যান্য দিনের মত বৃহস্পতিবার ভোরবেলায় ঘুম থেকে উঠে ফুল তুলতে যান। ফুল তুলে ফেরার পর বাড়িতে ঢুকতে গিয়ে সদানন্দ রক্ষিত দেখেন বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের মধ্যে আলো জ্বলছে। বাড়িতে ঢুকতেই হঠাৎ একজন তাঁর ওপর আক্রমণ করে বসে। কিছু বোঝার আগেই ডাকাতদল সদানন্দ রক্ষিতকে মারধর করে পালিয়ে যায়। সদানন্দ রক্ষিত জানান, বাড়ির আলিমারিতে থাকা নগদ প্রায় ৩৫ হাজার টাকা ও কিছু দামী গহনা চুরি করে নিয়ে গেছে ডাকাতদল। সকাল হতেই জানা যায় ডাকাতদল সদানন্দ রক্ষিতের বাড়িতেই শুধু নয় পার্শ্ববর্তী একটি রেশন দোকানেও হানা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। ডাকাতদের ফেলে যাওয়া শাবল, ভোজালি সহ অন্যান্য অস্ত্রগুলি পুলিশ বাজেয়াপ্ত করে। পুলিশ ডাকাতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।