Written By শাজাহান আলি
এলাকায় দীর্ঘদিন ধরেই অন্যান্য ব্যবসার আড়ালে চলছিল বেআইনি মদের দোকান। সেই মদের দোকানের বিরুদ্ধে অভিযানে নামল মহিলারা। বেআইনি মদের দোকানে ভাঙচুর চালালেন তাঁরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা ২ নং ব্লকের ধরমপুর এলাকায়। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল মদের ব্যবসা। পান, মুদি ও অন্যান্য দোকানের আড়ালে সেই মদ বিক্রি হত। দোকান গুলি থেকে মদ কিনে রাস্তাতেই খেয়ে অশান্তি, মারপিটের মতো ঘটনাও ঘটছিল দীর্ঘদিন ধরে। এমনকি কয়েকদিন আগে মদ বিক্রিকে কেন্দ্র করে মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। আর এতেই দেখা দেয় ক্ষোভ। এলাকাবাসী অভিযোগ, প্রশাসনকে জানিয়ে কোনও ফল হয়নি। অবশেষে বৃহস্পতিবার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করেন স্থানীয় মহিলারা। মহিলাদের দাবি, অন্যান্য ব্যবসার আড়ালে দোকানে লুকিয়ে মদ বিক্রি করার কারণে এলাকা ক্রমেই দূষিত হয়ে পড়ছিল। বেশ কয়েকজন এখান থেকে মদ কিনে খেয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁরা এই ভাঙচুর চালায়।