Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
কারখানার রক্ষীর গুলিতে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে। স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বেসরকারি এক্সপাণ্ডেবল এন্টারপ্রাইজেস নামের একটি কারখানায় শনিবার রাতে ১০-১২ জনের একটি দল প্রবেশ করে। কারখানা চত্বরে বহিরাগত প্রবেশ করায় কারখানায় কর্মরত রক্ষীরা ওই অনুপ্রবেশকারীদের বাধা দেয়। তারপরও অনুপ্রবেশকারীরা কথা না শোনায় গুলি চালায় এক রক্ষী। আর সেই গুলিতেই এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর ওই অনুপ্রবেশকারীর নাম প্রসেনজিৎ লোহার(৩০)। স্থানীয় এলাকাতেই বাড়ি মৃত ওই অনুপ্রবেশকারীর। এই ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায় নি। কারখানা কর্তৃপক্ষ বড়জোড়া থানায় অভিযোগ জানিয়েছে যে অনুপ্রবেশকারীরা কারখানায় ডাকাতির উদ্যেশ্যে প্রবেশ করেছিল।বিষয়টি বুঝতে পেরেই গুলি চালায় ওই কারাখানার কর্মরত রক্ষী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।