Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
শতাব্দী প্রাচীন বাঁকুড়ার ষাঁড়েশ্বর শিবের মন্দিরে নেই শ্রাবণী মেলা ও ভক্তদের ভিড়। করোনা পরিস্থিতির কারণে এবছর বন্ধ শ্রাবণী মেলার উৎসব। প্রতিবছর সারা শ্রাবণ মাস জুড়ে লক্ষাধিক ভক্তের ভিড় জমে প্রাচীন এই মন্দির চত্বরে কিন্তু করোনার জেরে সব কিছুই বদলে দিয়েছে। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন প্রত্নস্থল ডিহর গ্রাম । বিষ্ণুপুর শহর থেকে কিছুটা দূরে দ্বারকেশ্বর নদের তীরে থাকা এই ডিহর গ্রামের মধ্যেই রয়েছে ল্যাটেরাইট পাথরের জোড়া মন্দির, ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর । বিষ্ণুপুরের মল্লরাজা পৃথ্বীমল্ল ১৩৪৬ খ্রিষ্টাব্দে এই জোড়া মন্দির নির্মান করেন। অতীতকাল থেকেই স্থানীয় মানুষ তো বটেই এই জোড়া মন্দিরের টানে দূর দুরান্তের বহু ভক্ত এসে ভিড় জমান ডিহর গ্রামে । বিশেষ করে এখানকার মন্দিরের গাজন, উৎসব, শ্রাবণী মেলা সারা বাঁকুড়ায় জনপ্রিয়। করোনা পিরিস্থিতির কারনে এই প্রথম বছর বন্ধ হল চৈত্র মাসের গাজন উৎসব। শ্রাবন মাসে জেলার বিভিন্ন প্রান্তের ভক্তরা বাঁকে করে জল নিয়ে এসে শ্রাবণের সোমবারগুলিতে প্রাচীন এই মন্দিরে ষাঁড়েশ্বর শিবের মাথায় জল ঢালে। এবার করোনা পরিস্থিতিতে সেই নিয়মেই ছেদ পড়ল। শ্রাবণ মাসের শেষ সোমবারে একেবারে হাতে গোনা ভক্তের সমাবেশ দেখা গেল প্রাচীন মন্দির চত্বরে। সংক্রমনের আশঙ্কায় মন্দিরে পুজো দেওয়া ও প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়ম জারি করা হয়েছে মন্দির কমিটি। কমিটির তরফ থেকে জানা গেছে, " নিয়ম মেনে ভক্তরা এসেছেন মন্দিরে। তাঁরা নিয়ম মেনে সামাজিক দূরত্ব মেনে জল ঢালছেন। করোনার জন্য মেলা এবছর হচ্ছেনা। "