Written By শাজাহান আলি
গ্রামের বাগান থেকে পাতিলেবু চুরির অভিযোগে এক যুবককে ধরে ন্যাড়া করে সেই ভিডিও ছড়িয়ে দিল স্থানীয় গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গ্রামের এক ব্যক্তির লেবু বাগান থেকে প্রায়শই চুরি যাচ্ছিল পাতিলেবু। তিনি ওই লেবু চোরকে ধরার জন্য বিভিন্ন কৌশলে অপেক্ষা করছিলেন৷ শুক্রবার বিকেলে লেবু চুরি করার সময় হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা। তারপর ওই যুবককে ধরে নাপিত ডেকে এনে মাথার চুল কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনার কয়েকদিন আগে দাসপুরের খুকুড়দহতে বাড়িতে চুরির অভিযোগে এক যুবককে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধোর করে মাথার চুল কেটে দেওয়া হয়েছিল। আবারও চুরির অভিযোগে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দাসপুরে। প্রশাসনের হাতে তুলে না দিয়ে আইন নিজেদের হাতে তুলে নিলেন গ্রামবাসীরা। যদিও এই ঘটনার জন্য থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে ৷