Written By শাজাহান আলি
রাতের অন্ধকারে লোকালয়ে প্রবেশ পাইথনের, তাকে ধরে বস্তায় ভরতে গিয়ে কামড় খেয়ে জখম যুবক। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার এলাকায়। রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাড়ির পাশে নিকাশি নালা থেকে পাইথনটি রাস্তার ওপর ওঠার চেষ্টা করছে। স্থানীয়রা দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন। পরে আলো নিয়ে এসে ভালো করে দেখলে বোঝা যায় সেটি একটি বড় পাইথন। স্থানীয় যুবকরা পাইথনটিকে ধরে বস্তায় ভরে বনদফতরে দেওয়ার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ধরে নিজেরাই উদ্যোগ নিয়ে এই কাজ করার সময় পাইথনটি কামড় বসায় বাসুদেব মল্লিকের হাতে। তারপরও সকলে উদ্যোগ নিয়ে সাপটিকে বস্তায় ভরে বনদফতরের হাতে তুলে দেয়। জখম বাসুদেবকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা হাসপাতালে।