Written By শাজাহান আলি
শুক্রবার সকালে মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙা এলাকাতে প্রবেশ করে একটি দাঁতাল হাতি। গ্রামবাসীরা দেখেন হঠাৎ বেলা ৮টা নাগাদ পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতি ঘুরে বেড়াচ্ছে গ্রামের রাস্তায়। বিশাল এই হাতিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। যদিও হাতিটি বেশি কোথাও ক্ষতি না করে রাস্তা ধরে এগোতে থাকে। এরপর গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে হাতিটিকে জঙ্গলে রাস্তার দিকে ঢোকানোর চেষ্টা করে। ততক্ষণে ভিড় জমে যায় কৌতূহলী সেলফি প্রেমীদের। দীর্ঘ আধ ঘণ্টার বেশি সময় ধরে হাতিটিকে চেষ্টা করে জঙ্গলে পাঠায় গ্রামবাসীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পাশের চাঁদড়ার জঙ্গলে বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। তাদেরই মধ্যে থেকে এই হাতিটি খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করেছিল। গত কয়েক মাস ধরেই এই হাতি গুলি লোকালয়ে খাবারের খোঁজে এসে ব্যাপকভাবে ক্ষতি করে চলেছে বলে অভিযোগ গ্রামবাসীদের।