Written By শাজাহান আলি
জঙ্গলমহলের ২টি পুরনো মামলায় ছত্রধরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো শালবনি কোবরা ক্যাম্পে। প্রশাসন সূত্রে খবর, সদ্য জেল থেকে জামিন পাওয়ার পর ছত্রধরকে পুরনো ২টি মামলায় জেরা করার জন্য শালবনি কোবরা ক্যাম্পে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, দুদিন ধরে জেরা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জেরা করার পর শনিবার বেলা ৯টা থেকে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু হয় ছত্রধরকে। জিজ্ঞাসাবাদের ঝামেলা নেমে আসছে জানতে পেরে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছত্রধর। কিন্তু ছত্রধরের সেই আর্জি নাকোচ করে দেয় আদালত। আদালত নির্দেশ দেয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে। জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে ২০০৯ সালে প্রথমে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় লালগড় থানায় অভিযোগ দায়ের হয় । পরে লালগড় থানাতে আরও একটি অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রামের সিপিআইএম নেতা দীপক মাহাতের খুনের ঘটনায় । এই ২'টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে এনআইএ-কে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।