Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল ১৩ ফুটের পাইথন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মানকানালী গ্রামে। রবিবার রাতে ওই গ্রামের স্থানীয় যুবকদের চোখে পড়ে সাপটি। স্থানীয় জঙ্গল থেকে সাপটি গ্রামে ঢুকে পড়ে বলে অনুমান। সাপ দেখতে ভিড় জমান অনেকেই। স্থানীয়রাই নিজেদের উদ্যোগে সাপটিকে না মেরে বস্তাবন্দি করে রাতেই জঙ্গলে ছেড়ে দেয়। স্থানীয় মানুষের ধারণা, খাবারের সন্ধানে পাইথনটি জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল।