Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বন্ধ প্রাইমারী স্কুল। আর স্কুল চত্বরে মদের আসরে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ১ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার মনিপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মীকান্ত দেশোয়ালি (৩৫)। শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় লক্ষ্মীকান্ত দেশোয়ালি বাড়িতে ফেরেন। তারপর পরিবারে অশান্তি হওয়ায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শুয়ে পড়েন। সকালে তাঁর মৃতদেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান রাতে ফের মদের আসর বসেছিল ওই প্রাথমিক স্কুলে। সেই আসরেই অন্যান্য মদ্যপদের সঙ্গে গণ্ডগোলের কারণে মারা যান তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায়শই বসছে মদের আসর। আর এই মদের আসর থেকেই খুনের ঘটনা ঘটে থাকবে।" শনিবার প্রাইমারী স্কুলের বারান্দায় ওল লক্ষ্মীকান্তকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু করেছে রাইপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায়শই বসছে মদের আসর। আর এই মদের আসর থেকেই খুনের ঘটনা ঘটে থাকবে।