Written By দেবোজ্যোতি ঘোষ
তৃণমূলে যোগ দিলেন আইনুল হক। ২০১৯ সালে তিনি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সিপিআইএমের তরফে ভোটে নির্বাচিত হয়ে পরপর দুবার বর্ধমান পৌরসভার উপ পৌর প্রধান ছিলেন, তারপর তিনি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হন। আজ বুধবার তৃণমূল ভবনে দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন। সূত্রের খবর তাঁকে বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করা হতে পারে। এদিন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক ডা. কৌশিক চাকি ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রেজাউল করিম। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমুূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।