Written By শাজাহান আলি
মেদিনীপুর শহরে ২ যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে মেদিনীপুর শহরের কেরানীচটি এলাকার ১টি ফুলের দোকান থেকে উদ্ধার হয় ২টি রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসা থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। দু'জনের শরীরেই একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কোতয়ালী থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মৃতদের নাম রাজেশ দাস(২৮) ও তন্ময় মল্লিক(৩০)। রাজেশের বাড়ি কেরানীচটি, এলাকায়। তন্ময়ের বাড়ি আনন্দপুর থানার সাহসপুরে। কতোয়ালী থানার পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷