Written By অনিরুদ্ধ সরকার
রাজস্থান ভ্রমণের আজ চতুর্থ পর্ব। রইল রণথম্ভোর জাতীয় উদ্যানের কথা।
দিল্লি মুম্বাই রেল পথ ধরে ছোট্ট ষ্টেশন সওয়াই মাধোপুর।ষ্টেশন থেকে ১২ কিমি দূরে রণথম্ভোর জাতীয় উদ্যান।ষ্টেশন থেকে মিলবে বাস,প্রাইভেট কার।
তবে, রণথম্ভোর জাতীয় উদ্যান যাওয়ার আগে দেখতে হবে রণথম্ভোর দুর্গ ।শহর থেকেই চোখে পড়বে পাহাড়চূড়োয় রণথম্ভোর দুর্গ।নবম শতাব্দীর শেষের দিকে এই দুর্গ গড়ে ওঠে।দুর্গের তোরণদ্বারটি অসাধারণ। বিরাটাকার দুর্গের তোরণদ্বারগুলিতে অসংখ্য বর্শা ফলক।এখান থেকে পথ দুদিকে গিয়েছে।একটি বেগমদের দুলহা মহলের দিকে অন্যটি বাদল মহলের দিকে।সামনেই মসজিদ, প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। রয়েছে অষ্টম শতাব্দীর গণেশ মন্দির।গণেশ চতুর্থীতে বেশ বড়সড় আকারে পুজো হয়। এখানে রয়েছে আরও বেশ কিছু মন্দির।দিগম্বর জৈন মন্দিরটির কারুকাজ অসাধারণ।
আর রয়েছে প্রায় কয়েকশো বছরের পুরনো একখানা তালাও বা হ্রদ। এক সময় এখানেই জহরব্রতে রাজপুত রমণীরা আত্মাহুতি দিত।
এবার রণথম্ভোর জাতীয় উদ্যানের পথে।আরবল্লী ও বিন্ধ্য পর্বতমালার মাঝে প্রায় চারশো বর্গ কিমি এলাকা,জুড়ে এই রণথম্ভোর জাতীয় উদ্যান। রণথম্ভোর ছিল অম্বর রাজাদের মৃগয়া ক্ষেত্র।ভারত স্বাধীন হওয়ার পরও চুটিয়ে চলেছে শিকার। এদিকে বাঘের সংখ্যা কমতে কমতে এসে দাঁড়ায় হাতে গোনা ১৪-১৫ টিতে।এরপর সরকার নড়চড়ে বসে।বাঘেদের রক্ষা করতে একে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বা স্যাঙচুয়ারি হিসাবে ঘোষণা করা হয়।১৯৭১ সালে ব্যাঘ্র প্রকল্পের অধীনে আনা হয়। ১৯৮০ সালে একে জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করা হয়।
জঙ্গলে ঢোকার মুখেই পদম তালাও লেক।এই লেক ছাড়াও এখানে রয়েছে আরও দুখানি লেক- রাজবাগ এবং মিলক তালাও।
পরিসংখ্যান অনুযায়ী এখন রণথম্ভোর জাতীয় উদ্যানে বাঘের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। রাজকীয় মর্যাদায় তারা নিজেদের মত ঘুরে বেড়ায় জঙ্গল জুড়ে।জঙ্গলের মাঝে নদী, নদীর কোল ঘেঁষে পাহাড়।চারিদিকে সবুজের রাজ্য।
রণথম্ভোর জাতীয় উদ্যান যোগাযোগ :
Field Director
project Tiger
Ranthombhore National Park,
Swai Madhopur Rajasthan
pin no -322001
সাফারি সংক্রান্ত বিষয়ের তথ্য:
সাড়ে তিন ঘন্টার শিফটে সাফারি হয়।
সাফারি সিজন:
October - 7am to 14:30pm
November to January- 7am to 14:00pm
February to March- 6:30 to 14:30pm
April to May - 6:00 to 15:00pm
June - 6:00 to 15:30pm
ভালো সময় অক্টোবর থেকে মার্চ।অফ সিজনে ভাড়া ও অন্যান্য অনেক কিছুর ছাড় থাকে ।গাড়ি ভাড়া ১০০০ টাকার মধ্যে। একদিনে ১০ টির বেশি জিপকে জঙলে ঢোকার অনুমতি দেওয়া হয় না।
কিভাবে যাবেন:
কাছের বিমান বন্দর জয়পুর। জয়পুর থেকে ১৬৫ কিমি।
কাছের ষ্টেশন দিল্লি মুম্বাই রেলপথে সোয়াই মাধোপুর।
সড়কপথে আগ্রা ২৫০ কিমি। জয়পুর ২০০ কিমি।দিল্লি ৩৫০ কিমি।
কোথায় থাকবেন:
RTDC র Jhoomar Baori ac রুম ভাড়া ৫০০০ টাকা থেকে শুরু। এছাড়া ২০০০-২৫০০ টাকাতেও রুম মেলে।
14th February, 2021 03:27 pm
17th January, 2021 09:02 pm
16th January, 2021 04:35 pm
11th December, 2020 09:06 am