Written By শাজাহান আলি
প্রতীকী ছবি
প্রতিবেশী যুবকের সঙ্গে নবম শ্রেনীর ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের জেরে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাবার লাঠির আঘাতে মৃত্যু হল কিশোরীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়াতে ৷ পুলিশ সূত্রে খবর, গোয়ালতোড়ের গোলবাঁধি গ্রামের বাসিন্দা নাড়ুগোপাল মাঝির মেয়ে পড়ত কান্তোড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনীতে। সে প্রতিবেশী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ ওই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল নাড়ুগোপালের। কিন্তু কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তা নিয়ে পরিবারে অশান্তি চরমে ওঠে ৷ অশান্তি এড়াতে মেয়েকে নিয়ে মেয়ের মা বিশ্বকর্মা পুজোর দিন মেয়ের পিসির বাড়িতে হাজির হন। কিশোরীর বাবা নাড়ুগোপালও সেখানে হাজির হন৷ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবার অশান্তি শুরু হলে রাগের মাথায় নিজের মেয়েকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে নাড়ুগোপাল। সেখানেই মৃত্যু হয় মেয়ের। মারের ফলে মেয়ে মারা গেছে বুঝতে পেরে নাড়ুগোপাল মেয়ের দেহটি একটি বস্তায় ভরে রেখে দেয় বাড়িতে ৷ বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা পুলিশে খবর দেন৷ চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ গ্রেফতার করেছে নাড়ুগোপালকে৷