Written By শাজাহান আলি
এবার তোলাবাজের ভূমিকায় দাঁতাল হাতি। বাইক দাঁড় করিয়ে সবজি খেল দাঁতাল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত তিলাঘাগরির জঙ্গলে। শালবনি থানার অন্তর্গত মধুপুরের বাসিন্দা ধীরেন মাহাতো পেশায় একজন সবজি বিক্রেতা। মঙ্গলবার সকালে তিনি সবজির বস্তা বাইকে চাপিয়ে লালগড়ের বাজারে যাচ্ছিলেন সবজি বিক্রির জন্য। তিলা ঘাগরির জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। হাতিটিকে দেখে ধীরেন কিছুটা দূরে রাস্তাতে দাঁড়িয়ে যান বাইক নিয়ে। কিন্তু হাতিটি আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে আসছে দেখে বাইক ফেলে তিনি সরে যান। এরপর ওই হাতিটি এসে বাইক থেকে সবজির বস্তা টেনে বের করে সবজি খেতে থাকে। কিন্তু ধীরেনের চিৎকারে সেখানে আরও কয়েকজন স্থানীয় লোকজন চলে আসেন। সকলে মিলে চেঁচামেচি করে হাতিটিকে সেখান থেকে তাড়াতে সক্ষম হন। তবে ততক্ষণে সবজির বেশিরভাগ অংশই খেয়ে ফেলেছিল হাতিটি। বাকি অবশিষ্ট সবজি যা পড়েছিল তা বিক্রির যোগ্য ছিল না। সেগুলি স্থানীয়রাই নিয়ে নেন। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা অন্যান্য লোকজনের মধ্যে। গোয়ালতোড় ও গড়বেতা এলাকায় গত এক বছরে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় বহু মানুষই প্রাণ হারিয়েছিলেন হাতির হামলায়।