Written By শাজাহান আলি
আধার সেন্টারের নামে প্রতারণা চক্র। পুলিশি অভিযানে এক মহিলা সহ ভিনজেলার ৫জনকে আটক করা হয়। মাত্র কিছু টাকা পয়সা দিলেই মিলবে পুরনো আধার কার্ডের সংশোধনী কিংবা নতুন আধার কার্ড। বেজায় খুশি এলাকাবাসী। সকাল থেকে রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে আধারের কাজ করাতে কার্যত হুড়োহুড়ি পড়েছে চন্দ্রকোনার ইলামবাজার এলাকায়। তবে এই আধার সংশোধন কাজের পেছনে রয়েছে এক প্রতারণা চক্র, যা কেউ টের পায়নি। দিন কয়েকের এই চন্দ্রকোনা টাউন থানার পুলিশের কাছে অভিযোগ আসছিল, ৫০০-৭০০ টাকার বিনিময়ে নতুন আধার কার্ড তৈরি ও আধার কার্ড সংশোধনীর কাজ করা হচ্ছে চন্দ্রকোনার ইলামবাজার এলাকার একটি আধার সেন্টারে। বিষয়টি শুনেই প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। এরপর শনিবার সকালে ওই আধার সেন্টারে পৌঁছয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। সিভিল ড্রেসে পুলিশকে প্রাথমিক ভাবে পাত্তা না দিয়ে জোর করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও পরে পুলিশের জালে ধরা পড়ে যায় এক প্রতারক। দেখা যায় সেখানে রয়েছে আরও চারজন। ধৃতদের মধ্যে এক মহিলা নিজেকে জলঙ্গি বিধায়কের স্ত্রী পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। তবে ওই আধার সেন্টার খোলার সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ৫ জনকে আটক করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। জানা গিয়েছে, এক মাসের বেশি সময় ধরে প্রতারণা করছিল মুর্শিদাবাদের এই ৫ জন। এলাকাবাসীর কাছ থেকে রীতিমতো টাকা নিয়ে তৈরি করে দেওয়া হচ্ছিল আধার কার্ড। যদিও সেগুলি আসল আধার কার্ড নাকি নকল তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। আধার কার্ড তৈরির নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ক'দিনে কত জন আধার কার্ড তৈরি করেছে ওই সেন্টার থেকে, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে প্রশাসনের তরফে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হচ্ছে পুলিশের তরফে।