Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
সদ্যোজাত ২টি হস্তি শাবক নিয়ে ৪২ টি হাতির দল প্রবেশ করল বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের কোশিরবাধ জঙ্গলে। বেশ কয়েক দিন ধরে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় তাণ্ডব চালিয়েছে এই দলটি। ফের দলটিকে পশ্চিম মেদিনীপুরে ফেরানোর চেষ্টায় রয়েছে বন দফতর। মঙ্গলবার ভোরে উত্তর বন বিভাগ ছেড়ে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে দলটি। এরপর জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়ক অতিক্রম করে বাসুদেবপুরের কোশিরবাধ জঙ্গলে ঢুকে পড়ে দলটি। বনদফতর সূত্রে জানা গেছে, হাতির দলটি পশ্চিম মেদিনীপুরের দিকে গেছে। দলের মধ্যে দুটি সদ্যোজাত হস্তি শাবক রয়েছে, সেই দিকে সজাগ দৃষ্টি রেখেই দলটিকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে।