Written By শাজাহান আলি
মাছের আড়ত থেকে মাছ ভর্তি করে বের হওয়ার সময় হাইটেনশন তারে বিদ্যুৎ শক পেয়ে জখম হলেন এক লরি চালক ও খালাসী। বর্তমানে তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। বুধবার সকালে মেদিনীপুর শহরের পাশে ধর্মা সংলগ্ন মাছের আড়ত থেকে মাছ নিয়ে বের হওয়ার সময় লরির ওপরে বেঁধে রাখা দড়িগুলো নিয়ে পরীক্ষা করছিলেন চালক ও খালাসি। পাশেই ছিল হাইটেনশন ইলেকট্রিক তার। লরির ওপরে উঠে দড়ি বাঁধার সময় তারের সঙ্গে কোনো ভাবে জড়িয়ে যায় লরির ড্রাইভার ও খালাসী। হাইপাওয়ারের সেই বিদ্যুতে শক লাগবার ফলে অগ্নিদগ্ধ হয়ে যান তারা। চালক অল্প দগ্ধ হলেও খালাসি অনেক বেশি বিদ্যুৎপৃষ্ঠ হন।এরপরই আশঙ্কাজনক অবস্থায় লরির খালাসী বিকাশ দাস কে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত বিকাশ দাসের দেহের প্রায় পঁচাত্তর শতাংশই পুড়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।