Written By শাজাহান আলি
বুধবার সকালে ঘাটাল বিদ্যাসাগর সেতুর ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলার। মহিলার নাম শীতলা ঘোষ(৪৫)। স্থানীয় সূত্রে খবর, ছেলের সঙ্গে বাইকে করে সে ঘাটালে আসছিল। ঘাটাল-বিদ্যাসাগর সেতুর ওপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেই সময় অন্যদিক থেকে ঘাটাল -চন্দ্রকোনাগামী ১টি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে আসছিল। বাইক থেকে পড়তেই বাসের চাকার তলায় পড়ে যান ওই মহিলা। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। ঘাটাল থানার পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করে। পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।