Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
File Pic
বাঁকুড়ার উদ্দেশ্যে রবিবার বিকেলে রওনা হলেন মুখ্যমন্ত্রী। ২৩ তারিখ সোমবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩, ২৪ এবং ২৫ নভেম্বর এই ৩দিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২৩ তারিখ খাতড়া গুরুসদয় মঞ্চে সারবেন প্রশাসনিক বৈঠক। জেলার কাজকর্মের বিষয় খতিয়ে দেখবেন তিনি। প্রশাসনিক বৈঠক শেষ করে তাঁর মুকুটমনিপুর কংসাবতী ভবনে রাত্রিবাস করার কথা। মুখ্যমন্ত্রীর আগমনের কারণে সেজে উঠছে মুকুটমনিপুর চত্বর। ২৪ তারিখ ফের তিনি যোগ দেবেন খাতড়া সিধু কানহু স্টেডিয়ামে সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন উপভোক্তাদের। তারপর বাঁকুড়া সার্কিট হাউসে ফিরে সেখানেই রাত্রি যাপন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ বাঁকুড়া ১নম্বর ব্লকের শুনুকপাহাড়ি হাট ময়দানে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ৩ দিনের ঠাসা এই কর্মসুচী ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। এই সফর চলাকালীনই তিনি বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm