Written By শাজাহান আলি
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ঘাটাল রাজ্য সড়কের ওপর ডাকবাংলো এলাকায়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, ক্ষীরপাই পৌর এলাকার ৩বন্ধু মিলে রবিবার গভীর রাতে কালীপুজো দেখে বাইকে চেপে বাড়ি ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা মারে। গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ২ বন্ধুর, অন্য একবন্ধু গুরুতর আহত। মৃতদের নাম অভিজিৎ ঘোষ ও সুজয় কদমা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে।