Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি শহরের প্রায় ১০০টিরও বেশি পাড়ায় এই পুজো হয়ে থাকে। কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো যথেষ্ট ঐতিহ্যপূর্ণ। প্রতি বছরের মতো এবারেও এই পুজোগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়েছিল আলোকসজ্জা, প্রতিমা ও মন্ডপ সজ্জার জন্য দেওয়া হয়ে থাকে পুরস্কার। 'উড়ান' নামে স্থানীয় একটি সাংস্কৃতিক সংস্থা এই পুরস্কার দিয়ে থাকে। সোমবার এই পুরস্কার দিতে কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সিদ্ধার্থ রায় (সিধু)। বিচারকমণ্ডলীর দশ জনের একটি দল বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করে তাদের মনোনীত করে। পূজা প্যান্ডেল এর বিভিন্ন শৈল্পিক সৃষ্টি, শিল্পীদের সূক্ষ্ম চারুকলা,জগদ্ধাত্রী দেবীর বিভিন্ন রূপ এবং ক্লাবগুলিতে করোনা সচেতনতা বিচার করে তাদেরকে পুরস্কৃত করা হয়। 'উড়ান' এর পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন,"আমাদের বিচারকরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার পদ্ধতি সম্পন্ন করেছেন। সবাইকে সম্মান প্রদান করেই বিচারকরা বারোটি ক্লাবকে 'উড়ান সম্মান ২০২০' প্রদান করেছেন। বিশেষত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এবছর এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল।"