Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শোনা যাচ্ছে আবারো নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আমির-কন্যা ইরা খান। প্রসঙ্গত বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে ইরা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পিঙ্কভিলা ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী শোনা যাচ্ছে আমির খানের ফিটনেস ট্রেইনার নুপুর শিখারের সঙ্গে প্রেম পর্বে জড়িয়েছেন ইরা। শোনা যাচ্ছে গত ছ'মাস ধরে তারা ডেট করছেন। এমনকি আমিরের ফার্ম হাউসেও তারা ভালো সময় কাটিয়েছেন। ইরার মা রিনা দত্তর সঙ্গেও শিকারাকে পরিচয় করিয়ে দিয়েছেন ইরা। এর আগে সংগীতশিল্পী মিসাল কৃপালানি সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা। প্রায় দু'বছর পর গত ডিসেম্বরে তাদের ব্রেকআপ হয়। সম্প্রতি ইরা নুপুর শিখারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন।