Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সম্প্রতি ইনস্টাগ্রামে তার কিছু টপলেস ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে শিহরণ জাগিয়েছেন। সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে তার শরীরের অল্প কিছুটা অংশ কালো কাপড় দিয়ে ঢাকা। প্রসঙ্গত জ্যাকলিনের ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা ৪৬ মিলিয়ন। পোস্ট করার সঙ্গে সঙ্গে জ্যাকলিনের টপলেস ছবি ভাইরাল হয়েছে। ভক্তদের অনেকেই ছবি দেখে প্রশংসা করলেও কেউ কেউ বিদ্রুপ করেছেন। প্রসঙ্গত বর্তমানে জ্যাকলিন 'ভূত পুলিশ' ছবির শুটিং করছেন। এছাড়াও জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক', সালমান খানের সঙ্গে 'কিক২', রণবীর সিংয়ের সঙ্গে 'সার্কাস' ছবিতে তাকে দেখা যাবে।