Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
পর্দায় ' কাবুলিওয়ালা ' আসছে শুনলেই বাঙালির চোখে ভেসে ওঠে তপন সিনহার পরিচালনায় ' কাবুলিওয়ালা '-রুপী ছবি বিশ্বাস। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া এই ছবি ঘিরে আজও বাংলা ছবিপ্রেমী দর্শকের দলের ভালোবাসা অটুট। এবার ফের একবার ' কাবুলিওয়ালা '-কে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন বিখ্যাত ছবি পরিচালক সুজয় ঘোষ। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি নতুনভাবে পর্দায় ফিরিয়ে নিয়ে আন্তে চলেছেন তিনি। ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিজের ঘাড়ে তুলে নিয়েছেন ' কাহানি 'ছবি খ্যাত এই পরিচালক। ' কাবুলিওয়ালা ' ছবিটি মিরাজ ও আভসংস্থার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন সুজয়। উল্লেখ্য, গল্পটি লেখা হবে লন্ডন শহরের প্রেক্ষাপটে। কিন্তু লন্ডন কেন ? জবাবে পরিচালক জানিয়েছেন এই ছবির গল্প এতটাই বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক যে, যে কোনও স্থান,কাল ও সমাজব্যবস্থায় ' কাবুলিওয়ালা '-কে মেলে ধরা যায়। এই ছবি যে তাঁর বহুদিনের স্বপ্ন সেকথাও অকপটে জানিয়েছেন সুজয়। তবে ছবির গল্প নিয়ে তিনি যে বেশ খানিকটা এক্সপেরিমেন্ট করেছেন সেকথাও স্বীকার করেছেন পরিচালক।
এই ছবিটি ছাড়াও ওই দুই প্রযোজনা সংস্থার সঙ্গে আরও একটি ছবি যৌথভাবে প্রযোজনা করবেন সুজয় ঘোষ। 'উমা ' নাম সেই ছবিটির পরিচালকের আসনে বসতে দেখা যাবে নবাগত পরিচালক তথাগত সিংহ। 'উমা'-র গল্পের দায়িত্বেও রয়েছেন সুজয়। সবকিছু ঠিকঠাক থাকলে এই দু'টি ছবিই মুক্তি পাবে ২০২১য়ে।