Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্যে- গোল.কম
এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারল না কেরালা ব্লাস্টার্স। দুরন্ত প্রত্যাবর্তন করে ম্যাচ ২-২ গোলে ড্র করল নর্থ ইস্ট ইউনাইটেড। জিএমসি স্টেডিয়ামে এদিন ম্যাচের ৫ মিনিটের মাথায় কিদোঞ্চার গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়া যায় কিবু ভিকুনার দল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারি হুপার। প্রথমার্ধের খেলা ২-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে কেরালা। তবে দ্বিতীয়ার্ধের দুরন্তভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে নর্থইস্ট ইউনাইটেড। ৫১ মিনিটে আপিয়া ব্যবধান কমান। এরপর একেবারই ম্যাচের শেষ মিনিটে মরণ কাম্মড় দেয় জেরার্দ নুসের দল। সাইলার দুরন্ত গোলে সমতায় ফেরে নর্থইস্ট।
দিয়েগো মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এদিন ম্যাচের আগে এই দুই দল ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধা জানায়।