Written By অতনু সমাদ্দার
ভিআইপি রোডের দমদম পার্কের কাছে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। যার জেরে সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে যায় বাসটি। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় একটি বাইক এয়ারপোর্টের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু সেই সময় বাসটির সঙ্গে বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে এবং বাইক থেকে নির্গত পেট্রোলে বাসটিতে আগুন লাগে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এই দুর্ঘটনায় বাসযাত্রীরা রক্ষা পেলেও ওই বাইক আরোহীকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।