Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের ভেঙে পড়ল মিগ-২৯কে ট্রেনার জেট। বৃহস্পতিবার বিকালে গোয়ায় সমুদ্রের ওপর অবস্থিত আইএনএস বিক্রমাদিত্য বিমানবন্দরেই মিগ-২৯কে ট্রেনার জেটের প্রশিক্ষণ চলছিল, যখন দু'জন পাইলটকে নিয়ে ভেঙে পড়ে এই মিগ-২৯কে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ২৬ নভেম্বর বিকেল ৫টার সময় আরব সাগরের ওপর প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। এই জেটের একজন পাইলটকে উদ্ধার করা গেলেও অপর পাইলটের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল। এই ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত করা হবে বলেও ভারতীয় নৌবাহিনী তরফে জানানো হয়েছে।