Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। পরিবহণ ও সেচ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি সেই চিঠির কপি পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছেও। রাজ্যপালের তরফে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। জানা গেছে, তিনি তাঁর চিঠিতে এতদিন রাজ্যবাসীর সেবা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে, তিনি বিধায়ক পদ ছাড়ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গতকাল হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের (এইচআরবিসি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এদিন সকালে সব সরকারি নিরাপত্তা ও গাড়ি ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। এতদিন, ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী। সেই নিরাপত্তাও প্রত্যাহারও করে নিতে বলেন তিনি। এদিন নবান্ন স্যানিটাইজেশনের কাজের জন্য বন্ধ থাকার ফলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই এই পদত্যাগের চিঠি পাঠিয়ে দেন শুভেন্দু। তবে শুভেন্দুর এই পদত্যাগ নিয়ে কোন মুখ খুলতে চায়নি তাঁর বাবা সাংসদ শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।