Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ভয়াবহ আগুনের কবলে গুজরাটের রাজকোটের উদয় শিবানন্দ কোভিড হাসপাতাল। বৃহস্পতিবার মধ্যরাতে সেখানে আগুন লাগে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই ঘটনার তীব্র নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাত ১টা নাগাদ হাসপাতালের আইসিইউতে আগুন লাগে বলে দমকলের তরফে জানানো হয়। হাসপাতাল থেকে ৩০জনকে উদ্ধার করে অন্য কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সময় আইসিইউতে ৭ জন ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় আরও ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।