Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ছবি সৌজন্যে- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দিয়েগো মারাদোনা আর নেই! এটা ভাবতেই পারছেন না তাঁর অগণিত সমর্থক। আর্জেন্তিনার প্রেসিডেন্সিয়াল প্যালেসে মারাদোনার দেহ রাখা হয়েছিল। যাতে তাঁর ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারে। শেষ শ্রদ্ধা জানাতে ১০ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ভিড় এত বেড়ে যায় নির্ধারিত সময়ের আগেই প্যালেসের প্রধান দরজা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর ফুটবলের রাজপুত্রের শেষ যাত্রায় তাঁকে শেষ একটিবারের জন্য চোখের দেখা দেখতে বুয়েনস এইরেস শহরের রাস্তায় জনসমুসদ্রের জোয়ার নামে। মারাদোনাকে শেষ সম্মান জানাতে শহরের সিটি স্কয়ার দে মায়ো থেকে সারি বেধেঁ ভক্তরা দাঁড়িয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। এমনকি পুলিশের সঙ্গে বচসাও বাঁধে কিছু ভক্তের। ব্যারিকেড ভেঙে কিছু সমর্থক প্রবেশ করতে গেলে পুলিশকে লাঠিচার্জ এবং জল-কামান পর্যন্ত ছুড়তে হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বুয়েনস এইরেসের বেল্লা ভিস্তায় মা-বাবার পাশেই সমাহিত করা হয় ফুটবলের এই জাদুগরকে। পরিবারের পাশাপাশি মারাদোনার শেষকৃত্যে অংশ নেন ২০-২৫ জন বন্ধু ও আত্মীয়।