Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
' বাহুবলী ' ছবি খ্যাত পরিচালক এস এস রাজামৌলির পিরিয়ড ড্রামা ' আর আর আর 'ছবিমুক্তির দিকে এইমুহূর্তে তাকিয়ে রয়েছে দেশের সিনেমাপ্রেমী দর্শকের দল। ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণকে ও আলিয়া ভাটকে। অতিথি শিল্পী হিসেবে থাকলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অজয় দেবগন-ও। এবার এই ছবিতে যোগ দিলেন আমির খান! জানা গেছে ' বাহুবলী ' পরিচালকের এই প্রজেক্টে কাজ করতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন আমির। তবে ' আর আর আর '-এ অভিনয় নয়, নিজের ' ভয়েস ওভার ' দেবেন আমির। গোটা ছবি জুড়েই শোনা যাবে ' মিঃ পারফেকশনিস্ট ' এর গলার স্বর। মূলত সূত্রধর হিসেবে দর্শকদের সঙ্গে ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত চরিত্রগুলির পরিচয় করাবেন বলিউডের এই জনপ্রিয় তারকা।
প্রসঙ্গত উল্লেখ্য,গত বেশ কয়েক বছর ধরেই ' মহাভারত ' বানানোর প্রস্তুতি নিচ্ছেন আমির। ' মহাভারত '-এর জন্য উপযুক্ত চিত্রনাট্য লেখার জন্য এস এস রাজামৌলি ও তাঁর বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ-কে প্রস্তাব দিয়েছেন আমির। এরমধ্যেই এল রাজামৌলির ছবিতে আমিরের ভয়েস ওভার দেওয়ার খবর।