Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন কৃষকরা। সেইমতো দিল্লি পৌঁছলেন তাঁরা। গত বৃহস্পতিবার হরিয়ানা পুলিশ বারবার দিল্লির উদ্দেশ্যে কৃষকদের এই যাত্রা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। একাধিকবার পুলিশ ও বিক্ষোভকারী কৃষকদের খণ্ডযুদ্ধ হলেও থামানো যায়নি আন্দোলনকারীদের। শেষপর্যন্ত একপ্রকার মরিয়া হয়েই বৃহস্পতিবার রাতে প্রবল ঠান্ডার মধ্যেই হরিয়ানার সেনাপত অঞ্চলে কৃষকদের ওপর জলকামান চালায় পুলিশ। তবু বাধা দেওয়া যায়নি। শুক্রবার সকালেও দিল্লির সীমান্ত অঞ্চলে ফের বিক্ষোভকারী কৃষকদের ওপর জলকামান চালায় পুলিশ। অবশ্য শেষ পর্যন্ত সরে এসেছে পুলিশ। শুক্রবার দুপুরে আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের ঢোকার অনুমতি দেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের তারিফ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। ট্যুইট করে এই সমস্যা সমাধানের জন্য তিনি কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন। প্রসঙ্গত, নয়াদিল্লির বুরারি অঞ্চলের নিরঙ্করী সমাগম মাঠে কৃষকদের প্রতিবাদ জানানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এই মাঠে বসতে অস্বীকার করেছে কৃষকদের দল। দিল্লির সিঙ্গু সীমান্ত এলাকাতেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।
অন্যদিকে, সংযুক্ত কিষান মোর্চা এবং অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রায় ৫০ হাজার কৃষক পৌঁছে গেছেন দিল্লি-হরিয়ানার সীমান্তের বিভিন্ন জায়গায়।