Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আশঙ্কাকে সত্যি করেই দেশের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিতে আর্থিক মন্দার ছায়া। দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের জিডিপি হ্রাস পেল। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে দেশে জিডিপি সংকুচিত হয়েছে ৭.৬ শতাংশ। প্রথম ত্রৈমাসিকেও দেশে জিডিপি’র সংকোচন ঘটে।
উল্লেখ্য, দ্বিতীয় ত্রৈমাসিকেও যে দেশের জিডিপি সংকোচন হচ্ছে তার আভাস আগেই দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্ট্যাটেসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যানে জানানো হয়, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। অর্থনীতিতে পরপর দু’বার বা তারও বেশি ত্রৈমাসিকে যখন জিডিপি’র হার হ্রাস পায়, তখন তাকে মন্দা বলেই ধরা হয়। সেই অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচনের ফলে দেশে আর্থিক মন্দা গ্রাস করল তা বলাই চলে।
গত মাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনাভাইরাসের জেরে দেশের আর্থিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চলতি অর্থবছরে ভারতের জিডিপি ৯.৫ শতাংশ কমে যাবে। তিনি বলেন, ‘প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি সংকোচনই আমাদের পিছিয়ে দিয়েছে। তবে জিডিপি বৃদ্ধি পেলে ফের আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। চলতি অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে ইতিবাচক অবস্থানে ফিরতে পারে দেশের আর্থিক পরিস্থিতি।