Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কটা দিন চুপ ছিলেন তিনি। যা দেখে টিনসেল টাউনের অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আসলে ' চুপ ' করে থাকা আর কঙ্গনা রানাওয়াত নামটি যে কোনোভাবেই সমোচ্চারিত ভিন্নার্থক শব্দমালার মধ্যে পড়ে না। সম্প্রতি, সবাইকে ' আশ্বস্ত ' করে ফের একবার মুখ খুললেন বলিউডের ' কন্ট্রোভার্সি ক্যুইন ' কঙ্গনা রানাওয়াত এবং বলাই বাহুল্য নিজের কথার মাধ্যমে ফের একবার বিতর্কের সুড়সুড়ি দিয়েছেন তিনি।
চলতি বছরে একের পর এক বিতর্ক খাড়া করেছেন কঙ্গনা। যার সিংহভাগ কারণ স্রেফ খবরে থাকার জন্যেই। এর জন্য মূল্যও দিতে হয়েছে তাঁকে। ভুরি ভুরি আইনি মামলা দায়ের করা হয়েছে এই বলি-অভিনেত্রীর নামে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নেটিজেনদের ট্রোল তো রয়েইছে। তবে তাতে থোড়াই কেয়ার কঙ্গনার। তিনি রয়েছেন তাঁর মতোই। এবার ফের একবার ট্যুইট করে হৃত্বিক রোশনকে কটাক্ষ করলেন তিনি। ট্যুইটে কঙ্গনা লিখেছেন, ' গত কয়েক মাসে আমার বিরুদ্ধে যে হারে মামলা দায়ের করার পাশাপাশি আমাকে অপমান,লাঞ্ছনা করে চলেছে মহারাষ্ট্র সরকার তাতে হৃত্বিক রোশন,আদিত্য পাঞ্চোলির মত বলিউড মাফিয়াদেরও আজকাল আমার ভীষণ দয়ালু মনে হয়!' এখানেই না থেমে ওই ট্যুইটে কঙ্গনা আরও লেখেন যে তিনি মোটেই বুঝতে পারেন না যে তাঁর কোন ব্যাপারখানা লোকজনদের অস্বস্তি বোধ করায়।