Written By দেবোপম সরকার
সল্টলেক এএ ব্লকে ২৮১ নম্বর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। সিবিআই সূত্রে খবর, এই বাড়িটি অনুপ মাঝি নামে এক ব্যক্তির। পুরুলিয়ায় তার কয়লার ব্যবসা রয়েছে। সূত্রের খবর, এর আগেও ইনকাম ট্যাক্স আধিকারিকরা অনুপ মাঝি ওরফে লালার সল্টলেকের বাড়ি এবং সিটি সেন্টার ১- এ তার দোকানে তল্লাশি চালিয়ে ছিল। কয়লা মামলার তদন্তে নেমে বেশকিছু কয়লা ব্যবসায়ীদের নাম উঠে আসে সিবিআই আধিকারিকদের হাতে। শনিবার সকাল থেকে সল্টলেকের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই আধিকারিকরা।