Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব প্রকল্প শুরু করেছিলেন তার অভিযোগ ও অভিযোগগুলির প্রতিকারের জন্য 'দুয়ারে সরকার' নামে আরেকটি সরকারি প্রক্রিয়ার সূচনা করেছেন। যা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ শে জানুয়ারি শেষ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের জনগণকে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার পাশাপাশি খাদ্যা সাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো ১০ টি বড় সরকারি কল্যাণ কর্মসূচির বিষয়ক এই শিবির থেকেই জনগণ সহায়তা পাবেন। এই প্রচার কার্যক্রম ১ ম ধাপে ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর শেষ হবে। একই সঙ্গে দ্বিতীয় পর্বটি ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তৃতীয় ধাপ ২ জানুয়ারী থেকে ১২ জানুয়ারি অবধি চলবে। এরপর ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই 'দুয়ারে সরকার' প্রোগ্রাম চলাকালীন একটি সরকারী বিজ্ঞপ্তি অনুসারে জনগণ তাদের যেকোন প্রকল্পের জন্য আবেদনগুলি নিবন্ধভুক্ত করার এবং তাদের অভিযোগ জানানোর সুযোগ পাবেন। রাজ্য সরকার ঘোষণা করেছিল যে খুব অল্প সময়ের মধ্যেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই আউটরিচ ক্যাম্পগুলি গ্রাম পঞ্চায়েত, পৌরসভা স্কুল কলেজ ভবন এবং যে কোনও কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে।